মেয়র পদে আ.লীগ-বিএনপির মনোনয়নপত্র দাখিল


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৪:৩৮ পিএম
মেয়র পদে আ.লীগ-বিএনপির মনোনয়নপত্র দাখিল

রংপুর: রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু ও বিএনপি মনোনীত কাওসার জামান বাবলা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে আসেন সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু। সেখানে রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের হাতে মনোনয়নপত্র জমা দেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি শাফিয়ার রহমান শফি, সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রচার সম্পাদক রেজাউল ইসলাম মিলন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান শাহীন, মহানগর যুবলীগের আহ্বায়ক সিরাজুম মনির বাসার উপস্থিত ছিলেন।

অন্যদিকে দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজুকেসহ বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। পরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকারের মনোয়নপত্রটি জমা দেন বিএনপি নেতারা।

এদিকে বুধবার মেয়র, সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিলের শেষদিন। এজন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল থেকেই মনোনয়নপত্র দাখিল করতে প্রার্থী ও তাদের সমর্থকদের ভিড় জমেছে। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। 

গোনিউজ/এমবি
 

রাজনীতি বিভাগের আরো খবর