আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ: পুলিশের ধাওয়া, বাইকে আগুন


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৭, ০৫:০৪ পিএম
আ.লীগের দু’পক্ষে সংঘর্ষ: পুলিশের ধাওয়া, বাইকে আগুন

রাজধানীর আজিমপুরে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ সময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া দেয়। পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় তারা কয়েকটি মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মানিকের পক্ষের লোকজন পরস্পরবিরোধী স্লোগান দিচ্ছিলেন।

এ সময় কোনো একটি পক্ষ অপর পক্ষকে লক্ষ করে ইট ছুড়লে অপর পক্ষও জবাবে ইট-পাটকেল মারতে শুরু করে। ফলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।

এ সময় পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

পুলিশের ভূমিকায় সংঘর্ষে লিপ্তরা ছত্রভঙ্গ হয়ে যান। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় মানিকের সমর্থকরা আজিমপুর মোড় এবং পলাশী থেকে ইডেন কলেজ যাওয়ার সড়কে কমপক্ষে তিনটি মোটরসাইকেলে আগুন দেয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবস্থা নিয়েছে।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর