ফের বক্তব্য দিতে আদালতে যাবেন খালেদা


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১৫, ২০১৭, ১১:৫৪ এএম
ফের বক্তব্য দিতে আদালতে যাবেন খালেদা

আবারও বক্তব্য দিতে আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামীকাল বৃহস্পতিবার বিশেষ আদালতে হাজিরা দেবেন তিনি। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এ নিয়ে পঞ্চম দিনের মতো তিনি আত্মপক্ষ সমর্থনের বক্তব্য দেবেন।

বিষয়টি জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া। বুধবার সকালে তিনি বলেন, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিশেষ আদালতে উপস্থিত হবেন। ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়া এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য দিন ধার্য রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার এজাহার থেকে জানা যায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০১২ সালের ১৬ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১৪ সালের ১৯ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

মামলার অন্য আসামিরা হলেন- খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী (পলাতক), হারিছের তখনকার সহকারী একান্ত সচিব ও বিআইডব্লিউটিএর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর