হাসিনার অধীনে নির্বাচনে আপত্তি খালেদার


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৭, ০৬:৫৭ পিএম
হাসিনার অধীনে নির্বাচনে আপত্তি খালেদার

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে হবে বলেও জানিয়ে আসছে আওয়ামী লীগ। আর শেখ হাসিনার অধীনে নির্বাচনে আপত্তি করে আসছে বিএনপি। ফের আপত্তি জানিয়েছেন খালেদা জিয়া। রবিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে দলের এই অবস্থান প্রকাশ করেন।

খালেদা জিয়া বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না, হতে পারে না। প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের বলব,দেশে একটি সুষ্ঠু নির্বাচন করার দায়িত্ব আপনাদের। আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের কথা বলুন।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তিনি বলেন, শুধু মোতায়েন করলেওই হবে না, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দিতে হবে। ইলেকট্রনিক ভোটিং মেশিনে আপত্তি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, কোনো ইভিএম চলবে না। ইভিএম বন্ধ করতে হবে। ইভিএম আমরা চাই না।

এর আগে রবিবার বিকাল সোয়া তিনটার দিকে সভামঞ্চে ওঠেন তিনি। এসময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে-স্লোগানে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানায়।

জনসভার সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনা করছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

এর আগে বেলা পৌনে দুইটার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিএনপির সমাবেশ শুরু হয়। সমাবেশে দলে দলে নেতাকর্মীরা যোগদান করেন। সমাবেশে আসা নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

দীর্ঘদিন পর রাজধানীতে সমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন। এদিকে, সমাবেশস্থল ও আশপাশের পুরো এলাকা জুড়ে বিএনপির নেতাকর্মীদের ঢল নামে।

গোনিউজ২৪/কেআর

এ সম্পর্কিত আরও সংবাদ


রাজনীতি বিভাগের আরো খবর