‍‍`আ. লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে‍‍`


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭, ০৭:৪২ পিএম
‍‍`আ. লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে‍‍`

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, আওয়ামী লীগ আরও ১০-১৫ বছর ক্ষমতায় থাকলে বাংলাদেশ উন্নত দেশ হবে। মালয়েশিয়াকে যে দলটি দেশ স্বাধীন করেছিল, তারা টানা ৪/৫ টার্ম ক্ষমতায় ছিল। এ কারণেই তারা  উন্নয়নশীল দেশে পরিণত হতে পেরেছে। কিন্তু বাংলাদেশের ৪৬ বছরের স্বাধীনতায় মাত্র ১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে। আমরা টানা মাত্র ৮ বছর ক্ষমতায় আছি। এতেই দেখুন দেশের কী পরিমাণ উন্নয়ন হয়েছে।

শনিবার বিকেলে সাভারের শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন কেন্দ্রে 'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০১৭' প্রদান অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি।

তিনি বলেন, কখনও স্বাধীনতার চেতনা ভুলবেন না, ভবিষৎ প্রজন্মকেও ভুলতে দেবেন না। বিগত সরকারের আমলে স্বাধীনতার চেতনা প্রতিষ্ঠিত ছিল না বলেই দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে আত্মবিশ্বাসী ছিল না তরুণরা। স্বাধীনতা চায়নি বলেই দেশ আত্মনির্ভরশীল হোক চায়নি আগের সরকারগুলো। কিছু বুদ্ধিজীবী বিদেশ থেকে প্রতিবন্ধীদের অনুদানের নামে টাকা এনে আত্মসাৎ করেছে। আওয়ামী লীগ সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার কারণেই বিশ্ব দরবারে দ্যুতিময় তারকার নাম বাংলাদেশ।  

অর্থনৈতিকভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, কয়েক বছর আগেও বাংলাদেশকে বলা হতো ব্যর্থ রাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে আমাদের তুলনা করা হতো। বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছিল।কিন্তু এখন নেক্সট ইলেভেন অর্থনীতির দেশের একটি হচ্ছে বাংলাদেশ।

রোহিঙ্গাসহ নানা ইস্যু নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। যুবসমাজকে সামাজিক উন্নয়নে কাজ করারও আহ্বান জানান।

গো নিউজ২৪/এবি

রাজনীতি বিভাগের আরো খবর