খালেদার অপেক্ষায় নেতাকর্মীরা, নিরাপত্তা জোরদার


প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০২:৪৪ পিএম
খালেদার অপেক্ষায় নেতাকর্মীরা, নিরাপত্তা জোরদার

ঢাকা: দীর্ঘ তিন মাস পর দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাই খালেদাকে স্বাগত জানাতে রাজধানীর বিমানবন্দর এলাকায় অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।এছাড়া খালেদা দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনীও।

দলীয় সূত্রে জানা গেছে,  বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছেন বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া। এ জন্য তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন। ভিআইপি টার্মিনাল পর্যন্ত যাতে নেতা–কর্মীরা যেতে পারেন, এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষকে সহযোগিতা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, দলের মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ বিমানবন্দরে যাবেন। তাঁদের সহযোগিতার জন্য গতকাল মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষকে চিঠি দেয়া হয়েছে।

এদিকে,  বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে।

এ ব্যাপারে এপিবিএনের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ বলেন, বিমানবন্দরে কারা ঢুকতে পারবেন, সাধারণত তাঁদের নামের তালিকা চিঠিতে থাকে। সে তালিকা অনুযায়ী নেতাদের ঢুকতে দেওয়া হয়। এবারও তালিকা অনুযায়ী নেতাদের ঢুকতে দেওয়া হবে। কর্মীদের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। এরই মধ্যে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ জুলাই (শনিবার) চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সফরটি তার চিকিৎসার জন্য হলেও রাজনৈতিক মহলে বেশ আগ্রহের জন্ম দেয়।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর