বিএনপির প্রশংসার ব্যাখ্যা পেয়েছে আ.লীগ, কিন্তু...


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৭, ০২:১৩ পিএম
বিএনপির প্রশংসার ব্যাখ্যা পেয়েছে আ.লীগ, কিন্তু...

ঢাকা: বিএনপির নেতাদের সাথে নির্বাচন কমিশন প্রধান নুরুল হুদা জিয়াউর রহমানের ব্যাপক প্রশংসা করেছিলেন। এই প্রশংসা শুনে আওয়ামী লীগ নেতারা সিইসির প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। এমনকি এ ব্যাপারে সিইসির কাছে ব্যাখা চাওয়া হবে বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। অবশেষে ব্যাখাও তারা পেয়েছেন। কিন্তু সেটা বলতে চায় না আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমরা আমাদের ব্যাখ্যা পেয়েছি। কিন্তু এ নিয়ে কিছু বলতে চাই না।

কাদের আরও বলেন, নির্বাচন কমিশনের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ খুবই গঠনমূলক হয়েছে। ' তবে 'সিইসির ব্যাখ্যা'র বিষয়ে সাংবাদিকরা ফের প্রশ্ন করা শুরু করলে কাদের 'নো' বলে বেরিয়ে যান।

প্রসঙ্গত, গত রবিবার বিএনপির সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে বিএনপির ভূয়সী প্রসংশা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি জিয়াউর রহমানকে বাংলাদেশে 'বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক' হিসেবেও আখ্যা দেন।

গোনিউজ২৪/কেআর

রাজনীতি বিভাগের আরো খবর