রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে সন্দেহ আছে


জেলা প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৭, ১২:৩৩ পিএম
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ব্যাপারে সন্দেহ আছে

রংপুর: মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে বলে যে আশ্বাস দিয়েছিল তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

রোববার সকালে রংপুর নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লী নিবাসে বসে এ সন্দেহ প্রকাশ করেন তিনি।

এরশাদ বলেন, ‘আমার মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে।  সু চি বলেছেন তারা বেছে বেছে কিছু রোহিঙ্গা নেবেন। কিন্তু তাদের তো কোনো পরিচয়পত্র নেই, ভিসাও নেই।  কীভাবে রোহিঙ্গাদের ফেতর নেবে।  এটা মিয়ানমার সরকারের ভাওতাবাজি।  এর ভার আমাদেরকেই বহন করতে হবে।’

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এরশাদ বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থীর নাম অনেক আগেই ঘোষণা করা হয়েছে।  মূলত নিজের ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পাঁচদিনের সফরে রংপুর এসেছি।’

এদিকে সাংবাদিকরা ষোড়শ সংশোধনীর বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি এরশাদ।

এসময় উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতারা।

গোনিউজ২৪/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর