রোহিঙ্গা ইস্যুতে সরকার ক্ষুব্ধ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০১৭, ০২:১৪ পিএম
রোহিঙ্গা ইস্যুতে সরকার ক্ষুব্ধ

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে সরকার উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। আমরা মনে করি, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন।'

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর এসব কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, 'আমরা মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করছি। রোহিঙ্গা ইস্যুতে অং সান সুচির পদক্ষেপ ঘৃণিত ও নিন্দিত। শান্তিতে নোবেল জয়ী অং সান সুচি কীভাবে মিয়ানমার সরকারের এ কর্মকাণ্ডের প্রতি সর্মথন যুগিয়ে যাচ্ছেন, সেটা আমাদের বোধ্যগাম্য নয়।'

এর আগে সকালে অর্থমন্ত্রী সচিবালয়ে গেলে অর্থমন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গোনিউজ২৪/এমবি


 

রাজনীতি বিভাগের আরো খবর