ইমরান এইচ সরকারকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ


নিউজ ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০১৭, ০৭:২৩ পিএম
ইমরান এইচ সরকারকে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ

ঢাকা: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে ছাত্রলীগের নেতাকর্মীরা পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে হামলার এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হল শাখা ছাত্রলীগের একদল নেতাকর্মী হকিস্টিক ও লাঠি-সোটা নিয়ে ইমরানের ওপর হামলা চালায়। এসময় তারা তাকে পিটিয়ে রক্তাক্ত করে।

হামলাকারীদের সম্পর্কে ইমরান এইচ সরকার গণমাধ্যমকে জানান, কতিপয় দুষ্কৃতিকারী হঠাৎ আমাদের ওপর হামলা চালায়। তারা বলে কিসের বন্যা? দেশে কোনো বন্যা নাই। এ কথা বলে তারা পাথর লাঠিসোটা নিয়ে হামলা শুরু করে। আমিসহ আমাদের পাঁচ কর্মী আহত হয়েছে। ইমরান বলেন, আমরা এ হামলার ঘটনায় মামলা করবো। বর্তমানে শাহবাগ থানায় আছি।

ঘটনার আগে জাতীয় জাদুঘরের সামনে বন্যার্তদের জন্য ত্রাণ কার্যক্রম জোরদারের দাবিতে মানববন্ধন করছিলেন ইমরান এইচ সরকারসহ গণজাগরণ মঞ্চের কর্মীরা। মানববন্ধন শেষ হলে ওই হামলার ঘটনা ঘটে।

হামলায় আহত কয়েকজন অভিযোগ করেছেন, ঢাবির জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমনের নেতৃত্বে নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। তারা হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে ইমরানসহ বেশ কয়েকজনকে পিটিয়ে রক্তাক্ত করে।

তবে হামলা করার অভিযোগ অস্বীকার করে জিয়া হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন গণমাধ্যমকে বলেছেন, ‘ঘটনার সময় তিনি সিনেটে প্রোগ্রামে ছিলেন। তবে ইমরান এইচ সরকার যেহেতু দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছে সেহেতু সাধারণ শিক্ষার্থীরা এমন করতে পারে।’

প্রসঙ্গত, এর আগে গত ৩১ মে ইমরান এইচ সরকারের বিরুদ্ধে মানহানির মামলা করেন ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রাব্বানী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে মিছিলের অভিযোগে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করা হয়। আদালত মামলা আমলে নিয়ে ইমরান এইচ সরকারকে ১৬ জুন হাজিরের নির্দেশ দেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২৬ মে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে একটি ভাস্কর্য সরানোর প্রতিবাদে ২৮ মে ঢাকার জাতীয় জাদুঘর, রাজু ভাস্কর্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন এলাকায় গণজাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিল হয়। এই মিছিল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মানহানিকর স্লোগান ও কটূক্তি করা হয়।

এদিকে মামলা দায়েরের পর একই অভিযোগে ওইদিনই ছাত্রলীগের সমাবেশ থেকে ইমরান এইচ সরকারকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ছাত্রলীগের দায়ের করা মানহানি মামলায় আদালত থেকে গেল ১৬ জুলাই জামিন নিয়ে বের হওয়ার সময় ইমরান এইচ সরকারসহ তার কর্মীদের ওপর লাঠিসোটা নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এসময় তার উপর পচা ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।

গত ২৬ মে সন্ধ্যায় সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত মশাল মিছিল করে গণজাগরণ মঞ্চ। ওই মিছিলে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বিভিন্ন ’কটূক্তিমূলক’ স্লোগান দেয়া হয় বলে অভিযোগ ছাত্রলীগের।

গোনিউজ/পিআর

রাজনীতি বিভাগের আরো খবর