আইএসের সহায়তায় ক্ষমতায় আসতে চায় বিএনপি


স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ০৮:৪৬ পিএম
আইএসের সহায়তায় ক্ষমতায় আসতে চায় বিএনপি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নাম করে সাড়ে আট বছর পাড় হয়েছে বিএনপির আন্দোলন জমেনি। আগামীতে তারা ক্ষমতায়ও আসতে পারবে না। আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা করার রাজনীতি মানুষ গ্রহণ করেনি। এখন চিকিৎসার নামে লন্ডনে স্বেচ্ছা-নির্বাসনে গিয়ে পাকিস্তানের সহায়তায় আইএসকে নিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 

বৃহস্পতিবার বিকেলে বরিশাল মহানগর কমিটি আয়োজিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি হল বাংলাদেশ নালিশি পার্টি। যারা হামলা, মামলা, জেল, জুলুমকে ভয় পায় তারা আবার আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। আন্দোলনের নামে ১৬৫ জন মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। মানুষ সহজেই কি তা ভুলে যাবে? বরিশালে এসে বিএনপির মহাসচিব কর্মীদের হাতাহাতি দেখে জয় করে নয়, ভয় পেয়ে আগে ভাগেই চলে গেছেন।’

এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘আইএসের কথা ভেবে শেখ হাসিনা সরকারকে হটানো যাবে না।’

নেতাকর্মীদের উদ্দেশে দলের সাধারণ সম্পাদক বলেন, ‘আপনাদের মধ্যে ঐক্য চাই। ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। ২০০১ সালের অন্ধকারের দিকে ফিরে যেতে চাইনা। এজন্য নতুন ভোটার ও নারী ভোটার এই দুটো বিষয় প্রধান বিবেচ্য। তবে নতুন সদস্য অন্তর্ভুক্তির বেলায় দল ভাড়ি করার জন্য সন্ত্রাসী, সাম্প্রদায়িক, মাদকাসক্ত লোকদের দলে স্থান দিতে বারণ করেন।’

নগর কমিটির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ গোলাম আব্বাস চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

গো নিউজ২৪/এমবি
 

রাজনীতি বিভাগের আরো খবর