নির্বাচনী মাঠে রাজনীতির উত্তাপ: পড়ুন গোনিউজে


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ০২:০২ পিএম
নির্বাচনী মাঠে রাজনীতির উত্তাপ: পড়ুন গোনিউজে

ঢাকা: আগামী বছরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে রংপুর, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন। ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যেই হতে পারে এসব সিটির ভোটগ্রহণ।

আর সিটি করপোরেশন নির্বাচনের পরপরই অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০১৮ সালের শেষে কিংবা ২০১৯ সালের শুরুতে ভোটগ্রহণ হবে জাতীয় নির্বাচনের।

সিটি নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে কারণেই সিটি নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে ছড়িয়ে পড়েছে উত্তাপ।

রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী বাছাইয়ে ইতোমধ্যে প্রস্তুতিও শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীদের অতীত নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তৃণমূলের দাবি অনুযায়ী দলের আন্দোলন সংগ্রামে অবদান রাখা ত্যাগী ও জনপ্রিয় নেতারাই রয়েছেন অগ্রাধিকার তালিকায়।

সিটি ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠের চিত্র তুলে ধরছেন গোনিউজের বিভাগীয় প্রতিনিধিরা। আঞ্চলিক শীর্ষ নেতা, সম্ভাব্য প্রার্থী, তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে রাজনৈতিক বিশ্লেষণধর্মী এসব সংবাদ পড়তে চোখ রাখুন গোনিউজে

গোনিউজ/এন    

রাজনীতি বিভাগের আরো খবর