লন্ডন মার্কা সহায়ক সরকার জনগণ মানবে না


জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া  প্রকাশিত: জুলাই ২০, ২০১৭, ০৩:৩০ পিএম
লন্ডন মার্কা সহায়ক সরকার জনগণ মানবে না

দেশে বসে রুপরেখা করার সাহস ও যোগ্যতা বিএনপির নেই। তাই মেইড ইন লন্ডন মার্কা নির্বাচন সহায়ক সরকার এদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘ঈদের এক মাস পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চলে গেলেন লন্ডনে। এমনি করে রোজার ঈদের আন্দোলন কোরবানির ঈদেও সম্ভব হচ্ছে না। এভাবে দেখতে দেখতে ১৭টি ঈদ চলে গেল। তবে বিএনপির আর আন্দোলনে নামা হল না। এমনকি তারা সাড়ে ৮ বছরে সাড়ে ৮ ঘণ্টাও আন্দোলন করতে পারেনি। নির্বাচনে হেরে যাবে বলে নতুন কৌশল খুঁজছে বিএনপি।’

নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘সংবিধানের বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না। নির্বাচন কমিশনের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন,‘ বিএনপি হেরে যাবে বলে নির্বাচনে আসতে চাচ্ছে না কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। বিএনপির ভিশন ৩০ এখন ‘ভীষণ’ মারামারিতে পরিণত হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. ফয়জুর রহমান বাদল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুননেসা বাপ্পী প্রমুখ। 

গো নিউজ২৪/এমবি

রাজনীতি বিভাগের আরো খবর