বেকুব বলেই নৌকায় চড়েছিলাম!


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জুলাই ১৫, ২০১৭, ০৮:১৬ পিএম
বেকুব বলেই নৌকায় চড়েছিলাম!

ঢাকা: সংস্কারপন্থি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক পদ হারানো মাহমুদুর রহমান মান্না বললেন, ‘নৌকায় (আওয়ামী লীগ) তো আমিও ছিলাম। ড. কামাল নৌকা থেকে নেমেছেন। সেই নৌকায় আমিও চড়েছি। বেকুব না হলে করে এরকম।’

শনিবার (১৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরতে গিয়ে এমন মন্তব্য করলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না।

আওয়ামী লীগে যোগ দেয়াকে নিজের বোকামি হিসেবে মনে করছেন মান্না। তবে আওয়ামী লীগের ‘স্বরূপ’ বুঝতে বেশি সময় লাগেনি বলে দাবি করছেন এই নেতা। দুই দিন আগে আ স ম রবের বাড়িতে গিয়ে পুলিশের কাছে হেনস্তা হওয়ার প্রেক্ষাপটে এসব কথা বলেন।

উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতার পর আওয়ামী লীগের বিরোধী হয়ে জন্ম নেয়া জাসদে ছিলেন বর্তমান নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাসদ ভাঙার পর বাসদে যোগ দেন তিনি। এছাড়া দুদুবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন। নব্বইয়ের পর যোগ দেন আওয়ামী লীগে। সাংগঠনিক সম্পাদকও হন। ওই সময়ে আওয়ামী লীগ ছেড়েছিলেন দলটির দীর্ঘদিনের নেতা কামাল হোসেন। জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হওয়ার পর আওয়ামী লীগের পদ হারান মান্না। 

গো নিউজ২৪/এন

রাজনীতি বিভাগের আরো খবর