পাহাড়ধস এলাকা দেখতে যাবে বিএনপির প্রতিনিধি দল


নিউজ ডেস্ক প্রকাশিত: জুন ১৭, ২০১৭, ১০:৫৩ এএম
পাহাড়ধস এলাকা দেখতে যাবে বিএনপির প্রতিনিধি দল

পার্বত্য চট্টগ্রামে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা সফর করবে বিএনপির একটি প্রতিনিধিদল। 

আগামীকাল রোববার সকাল ৭ টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকা থেকে চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হবে। এতে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও। 

প্রতিনিধি দলটি চট্রগ্রামে গিয়ে সেখান থেকে স্থানীয় নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে যাবে।

পরিদর্শনকালে বিএনপির প্রতিনিধিরা ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলবেন এবং সাধ্যমত ত্রান সহায়তা দেবেন।

গত সোমবার গভীর রাতে ও মঙ্গলবার সকালে পাহাড়ধসে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে ১৫৬ জনের মৃত্যু হয়। এর মধ্যে রঙামাটিতে ১১০, চট্টগ্রামে ২৩, বান্দরবানে ছয়, কক্সবাজারে দুই ও খাগড়াছড়িতে একজন।  এ ছাড়া চট্টগ্রামে ঢলে ভেসে গিয়ে, গাছ ও দেয়ালচাপায় এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে আরো ১৪ জনের।  

গো নিউজ২৪

রাজনীতি বিভাগের আরো খবর