খালেদার কার্যালয়ে পুলিশের তল্লাশি শেষ


স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: মে ২০, ২০১৭, ১১:৫৯ এএম
খালেদার কার্যালয়ে পুলিশের তল্লাশি শেষ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে তল্লাশি শেষ করেছে পুলিশ। আজ শনিবার সকাল আটটা থেকে শুরু হওয়া তল্লাশি দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে চলে।

আদালতের পরোয়ানা থাকায় তল্লাশি হয়েছে বলে জানিয়েছেন পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার আশরাফুল করিম। 

তল্লাশি চলার সময় কার্যালয়ের ভেতরে যান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল। তল্লাশি শেষ হলে সকাল সাড়ে নয়টার কিছু পরে তাঁদের বেরিয়ে আসতে দেখা যায়। কার্যালয়ের সামনের ব্যারিকেড সরিয়ে নিয়েছে পুলিশ। 

তল্লাশি চালিয়ে কিছু পাওয়া গেছে কি না, তা পুলিশের পক্ষ থেকে জানা যায়নি।

সকালে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সকাল সাতটার দিকে চেয়ারপারসনের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ অবস্থান নেয়। সাধারণত ওই এলাকায় নিরাপত্তার জন্য সবসময় কিছু পুলিশ মোতায়েন থাকে। কিন্তু আজ পুলিশের সংখ্যা বেশি।  


গো নিউজ২৪/এএইচ

রাজনীতি বিভাগের আরো খবর