জেল থেকে ছাড়া পেলেন গয়েশ্বর চন্দ্র রায়


গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৫, ০৯:৩৫ পিএম
জেল থেকে ছাড়া পেলেন গয়েশ্বর চন্দ্র রায়

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আদালতের জামিন দেয়ার পর মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মুক্তি পান। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এ সময় গয়েশ্বরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মুক্তি পাওয়ার পর তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন।

গত ১৫ নভেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা রামপুরা থানার মামলায় হাইকোর্ট থেকে জামিন পান বিএনপির স্থায়ী কমিটির এই সদদ্য। তার জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

কাশিমপুর জেল সুপার মিজানুর রহমান গয়েশ্বর মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছানোর পর কারাগারের আনুষ্ঠানিকতা শেষে করে তাকে মুক্তি দেওয়া হয়।

এর আগে গত ৪ নভেম্বর গয়েশ্বর চন্দ্র রায় একই মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বি/ইউ

রাজনীতি বিভাগের আরো খবর