১৪ দলে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মে ১৩, ২০১৭, ১১:৫৫ এএম
১৪ দলে যোগ দিচ্ছে ইসলামিক ফ্রন্ট

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নামের আরেকটি দল ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেবে।

শনিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির নেতাদের উপস্থিত হতে দেখা গেছে।

দলটির মহাসচিব মাওলানা জয়নাল আবেদিন জোবায়ের বলেন, আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নেতৃত্বধীন ১৪ দলীয় জোটে যোগ দেবো। এর আগে আমাদের ১৪ দলীয় জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সঙ্গে কথা হয়েছে। তিনি আমাদের আজকে আসতে বলেছিলেন।

এ দিকে গত ৭ মে মাওলানা এম এ মান্নানের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামি ফ্রন্ট জাতীয় পার্টির নেতৃত্বধীন একটি জোটে যোগ দিয়েছে। সেই জোটের নাম দেওয়া হয়েছে ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্স (ইউএনএ) বা ‘সম্মিলিত জাতীয় জোট’। ৫৯টি রাজনৈতিক দল এতে শামিল হয়েছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

গো নিউজ ২৪

রাজনীতি বিভাগের আরো খবর