প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন সাক্কু ও তার স্ত্রী


প্রকাশিত: মে ১১, ২০১৭, ০৩:৪০ পিএম
প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন সাক্কু ও তার স্ত্রী

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র হিসেবে টানা দুই দফা শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করলেন বিএনপি নেতা মনিরুর হক সাক্কু। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ পর্ব শেষে এই ঘটনা ঘটে।

গত ৩০ মার্চের ভোটে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে হারান সাক্কু। দুই মাসের বেশি সময় পর বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ নিতে যান তিনি।

সাক্কু বলেন, ‘তার ৭০ বছর বয়স। তিনি একজন সিনিয়র লোক। তিনি প্রধানমন্ত্রী। আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, এ কারণেই তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আমাকে সম্মান করেছেন, এ কারণে আমিও তাকে সম্মান করেছি।’

প্রধানমন্ত্রী শপথের পর কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, “আজকে শপথ গ্রহণের পর তিনি আমাকে অনেক উপদেশ দিয়েছেন, সুন্দরভাবে কাজ করতে বলেছেন। বলেছেন, ‘আমি কাজ করাতে চাই, এখানে কোনো দল নাই’।”

সাক্কু প্রথম মেয়র হন ২০১২ সালে। আওয়ামী লীগ নেতা আফজল খানকে হারিয়েই সে সময় তিনি জনপ্রতিনিধি হন। এরপর পাঁচ বছরে তিনি কুমিল্লায় বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড করেন। তবে বেশ কিছু প্রকল্প মেয়াদকালে শেষ করতে পারেননি তিনি।

সাক্কু জানান, অসমাপ্ত প্রকল্পের বিষয়ে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি। বিএনপি নেতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে বলেছি, জাইকাসহ তিনটি বড় প্রকল্পের কাজ চলছে। এগুলোতে যেন সরকার সহযোগিতা করে।’

প্রধানমন্ত্রী কী বলেছেন, জানতে চাইলে সাক্কু বলেন, ‘তিনি বলেছেন, তুমি কাজ কর, আমার সব সহযোগিতা পাবে।’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন। আরও ছিলেন সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিটলিও। তিনিও তার স্বামীর মত প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করেন।

এসময় সাক্কুর স্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে গিয়ে সমুদ্রের পাড়ে তোলা ছবির প্রশংসা করেন। তিনি বলেন, ‘ছবিগুলো আমি দেখেছি এবং ভীষণ ভালো লেগেছে।’ জবাবে প্রধানমন্ত্রী হাসেন। সেখানে থাকা একাধিক সূত্র এ তথ্য জানান।

গত ৩০ মার্চ অনুষ্ঠিত কুসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপি দলীয় প্রার্থী সাক্কু।

এর আগে ২০১২ সালের ৫ জানুয়ারি কুসিক নির্বাচন হয়। ওই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অধ্যক্ষ আফজল খানকে পরাজিত করে সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়েছিলেন সাক্কু।

গো নিউজ২৪/এএইচ

রাজনীতি বিভাগের আরো খবর