খালেদা জিয়ার বিরুদ্ধে মুখ খুললেন এরশাদ


রাজনীতি প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৫, ০৭:০৫ পিএম
খালেদা জিয়ার বিরুদ্ধে মুখ খুললেন এরশাদ

 

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিষয়ে সেই ইঙ্গিতটাই দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দেশে ফিরলে গ্রেপ্তার হতে পারেন খালেদা জিয়া। রংপুরে দুদিনের সফরে এসে সোমবার দুপুরে নিজ বাসভবন পল্লীবন্ধু নিবাসে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। এরশাদ বলেন, উনার (খালেদা জিয়া) নামে মামলা আছে। এ মামলা থেকে তিনি রক্ষা পাবেন বলে মনে হয় না। এতিমখানার টাকা উনি নিয়েছেন। স্বভাবতই মানুষ ধারণা করছে, উনি দেশে ফিরলে শাস্তি পেতে পারেন। তিনি বলেন, আমার মনে হয়, আপাতত উনি দেশে আসবেন না। উনি ক্ষমতায় থাকাকালে আমার বিরুদ্ধে ৪২টি মামলা দিয়েছিলেন। আল্লাহর বিচার রয়েছে। উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দীর্ঘ দুই মাস পেরিয়ে গেলেও দেশে ফিরেননি তিনি। লন্ডন যাওয়ার মুহূর্তে জানা গিয়েছিল, তিনি সহসাই দেশে ফিরবেন। এরশাদ বলেন, দেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। এটা পশ্চিমাদের সৃষ্টি, শিয়াদের বিরুদ্ধে আইএস সৃষ্টি করা হয়েছিল। এখন তারাই আক্রান্ত হচ্ছে। নির্বাচনের বিষয়ে তিনি বলেন, পৌরসভা নির্বাচনে প্রতিটি পৌরসভায় জাতীয় পার্টি প্রার্থী দেবে। নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে প্রার্থী ঠিক করা হবে। এসময় তিনি নির্বাচন কমিশনের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করেন। এরশাদ বলেন, তারা এক একবার এক এক কথা বলছে। আজ শুনলাম শুধু মেয়র পদে দলীয় প্রার্থী দেয়া যাবে। আসলে গণপ্রতিনিধিত্ব আদেশ ঠিক না করা পর্যন্ত কোনোকিছুই বোঝা যাচ্ছে না। এ সময় রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ইয়াসির আহাম্মেদ, জেলা জাপার সদস্য সচিব হোসেন মকবুল শাহারিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএইচএম

রাজনীতি বিভাগের আরো খবর