সাভারে স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা


প্রকাশিত: মার্চ ২৬, ২০১৭, ১১:১৪ এএম
সাভারে স্মৃতিসৌধে খালেদা জিয়ার শ্রদ্ধা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে খালেদা জিয়া জাতীয় স্মৃতিসৌধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় খালেদা জিয়ার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাসহ উপস্থিত ছিলেন হাজারো নেতা-কর্মী। শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র উদ্ধারে খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছে। এই আন্দোলন সফল হতে হবে।

এ সময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খাঁন, খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আমীর খসরু, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবুসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গো-নিউজ২৪/বিএস

রাজনীতি বিভাগের আরো খবর