আ. লীগের নৌকা নুহ নবির কিস্তি: প্রধানমন্ত্রী


স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ১৪, ২০১৭, ০৬:০৩ পিএম
আ. লীগের নৌকা নুহ নবির কিস্তি: প্রধানমন্ত্রী

ঢাকা: আওয়ামী লীগের নৌকাকে নুহ নবির কিস্তির সঙ্গে তুলনা করে শেখ হাসিনা বলেছেন, “১৯৭০ সালে দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছিল বলেই আজ দেশ স্বাধীন হয়েছে। আর স্বাধীন দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছি।”

মঙ্গলবার দুপুরে লক্ষীপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, “আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাই।”

এ সময় উপস্থিত জনগণের কাছে জানতে চান, তারা নৌকা মার্কায় ভোট দেবেন কিনা? জনগণও হাত নাড়িয়ে জানান দেন তারা নৌকা মার্কায় ভোট দেবেন।

শেখ হাসিনা বলেন, “আমরা চাই দেশ উন্নত ও সমৃদ্ধ হোক। এ দেশের একটি মানুষও দরিদ্র থাকবে না। আমরা বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত ভাতা দিচ্ছি।”

তিনি বলেন, “আপনাদের জন্য আমার জীবন উৎসগ করেছি। এ দেশের মানুষের ভাগ্য বদলের জন্য আমার বাবা জীবন দিয়েছেন। প্রয়োজন হলে আমিও বাবার মতো জীবন দিয়ে এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করব। আসুন আমরা সকলে মিলে এ দেশকে গড়ে তুলি।”

বিএনপি ক্ষমতায় থাকাকালে সন্ত্রাস ও জাঙ্গিবাদ সৃষ্টি করেছিল দাবি করে শেখ হাসিনা বলেন, “বিরোধী দলে থেকে হত্যার রাজনীতি করেছে তারা।”

প্রধানমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের বই দেয়ার খরচের দায়িত্ব নিয়েছি আমি শেখ হাসিনা।”

তিনি আরও জানান, তার সরকারের চালু করা ১০ টাকা কেজি চাল প্রকল্পের আওতায় ৫০ লাখ মানুষ উপকৃত হয়েছে।

গোনিউজ২৪/এম

রাজনীতি বিভাগের আরো খবর