নতুন ইসির অধীনে প্রথম ভোট


প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১২:৩৭ পিএম
নতুন ইসির অধীনে প্রথম ভোট

রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভায় নতুন নির্বাচন কমিশনের (ইসি) অধীনে প্রথম ভোট গ্রহণ চলছে।

আজ শনিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে র‍্যাব, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

সকাল ১১টা পর্যন্ত কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, উৎসবমুখর পরিবেশে সেখানে ভোটাররা ভোট দিচ্ছেন। নারী ও পুরুষদের ভোট দেয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন তাই বাঘাইছড়ি পৌর নির্বাচন সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাঘাইছড়ি পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ১১৭ জন। এর মধ্যে পাহাড়ি ভোটার ১ হাজার ৭০০ জন।

দলীয় প্রতীকের এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র একজন প্রার্থী। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাফর আলী নৌকা প্রতীক, বিএনপি মনোনীত প্রার্থী ওমর আলী ধানের শীষ প্রতীক ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান আজিজ মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আঞ্চলিক কোনো রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দেয়নি।

জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, ‘সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এই নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোথাও কোনো অনিয়ম দেখা দিলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।’

গো-নিউজ২৪/বিএস

রাজনীতি বিভাগের আরো খবর