নতুন ইসিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ


প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৯:৩০ এএম
নতুন ইসিকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের উদ্যোগে পুনর্গঠিত নির্বাচন কমিশনকে (ইসি) স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। এ নির্বাচন নির্বাচন কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন  হবে বলেও দলটি আশাবাদ ব্যক্ত করেছে।

সোমবার রাতে নতুন ইসি পুনর্গঠনের পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের মুখপাত্র এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ইত্তেফাককে আরো বলেন, ‘আমরা আগেও বলেছিলাম নির্বাচন কমিশন গঠনের রাষ্ট্রপতি যে উদ্যোগ নিবেন আওয়ামী লীগ তা স্বাগত জানাবে। আমাদের প্রস্তাবিত নাম বাদ পড়লেও আপত্তি জানানো হবে না। রাষ্ট্রপতির উদ্যোগে গঠিত ইসির প্রতি আমাদের আস্থা রয়েছে। আমরা নতুন ইসিকে অভিনন্দন জানাই। এ ইসির অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আমরা প্রত্যাশা করি।’  


দেশের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (?সিইসি) হয়েছেন সাবেক সচিব কে এম নুরুল হুদা। গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতি আবদুল হামিদ এই নিয়োগ অনুমোদন করেছেন। এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, রাষ্ট্রপতি যাদের নিয়োগ দিয়েছেন তাদের আমরা অভিনন্দন জানাই।

গো নিউজ ২৪/ এস কে 

রাজনীতি বিভাগের আরো খবর