শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৭, ১১:৫৯ এএম
শপথ নিলেন জেলা পরিষদের চেয়ারম্যানরা

নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। তাদের শপথ পড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলায় ৫৯ জন চেয়ারম্যানকে একযোগে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী।

শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যানদের য়িত্ব নিয়ে সততার সঙ্গে জেলার সার্বিক উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এছাড়া বাকি ৩৮ জনও আওয়ামী লীগ ও তাদের বিদ্রোহী হিসেবে ভোটে জেতেন। এ নির্বাচনে আওয়ামী লীগ ও সমমনা দলের প্রার্থীরা এতে অংশ নেন; বিএনপি ও জাতীয় পার্টি ভোটে অংশ নেয়নি।

প্রসঙ্গত, গত ২৮ ডিসেম্বর দেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬১টি জেলা পরিষদ নির্বাচনের জন্য তফসিল ঘোষণা হলেও মামলাসংক্রান্ত জটিলতার কারণে দুটির নির্বাচন স্থগিত হয়। প্রতি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ সদস্যা ও ৫ জন সংরক্ষিত সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

গো-নিউজ২৪/বিএস

রাজনীতি বিভাগের আরো খবর