জেলা পরিষদ নির্বাচনঃ ভোট গ্রহন চলছে


প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৬, ১২:৩৩ পিএম
জেলা পরিষদ নির্বাচনঃ ভোট গ্রহন চলছে

চলছে জেলা পরিষদ নির্বাচনের প্রথম ভোট গ্রহন। আজ বুধবার সকাল ৯টা থেকে ৬১ জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলা ও উপজেলায় স্থাপিত ভোটকেন্দ্রে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে একটানা বেলা ২টা পর্যন্ত ভোট দেবেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।

প্রতিটি জেলায় একজন জেলা পরিষদের চেয়ারম্যান ও ১৫ জন সাধারণ এবং পাঁচজন সংরক্ষিত মহিলা সদস্য পদে ভোট হচ্ছে। সংসদ, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন হলেও জেলা পরিষদ আইনে প্রত্যক্ষ ভোটের বিধান নেই। জেলার অন্তর্ভুক্ত সিটি করপোরেশনের (যদি থাকে) মেয়র ও কাউন্সিলর, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং ইউপি চেয়ারম্যান ও সদস্যদের ভোটে জেলা পরিষদের নতুন প্রতিনিধি নির্বাচিত হবেন।

এবারের নির্বাচনে বিএনপি ও জাতীয় পার্টি আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ না করলেও চেয়ারম্যান পদে প্রার্থী দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। জানা গেছে ৬১ জেলার মধ্যে অন্তত ৩০ জেলায় আওয়ামী লীগের বিদ্রোহীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। ইতিমধ্যে অনেক জেলায় বিদ্রোহী প্রার্থীরা দলীয় প্রার্থীদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন। এ ছাড়া কিছু জেলায় অন্য দল ও স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে রয়েছেন।

ইসি জানিয়েছে, জেলা পরিষদ নির্বাচনে মোট চেয়ারম্যান প্রার্থী ১৪৬ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ইতিমধ্যে ২১ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ২ হাজার ৯৮৬ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮০৬ জন।

এদিকে আদালতের আদেশে ২১ জেলার একটি চেয়ারম্যান পদ ও ৪৯টি ওয়ার্ড সদস্য পদসহ মোট ৫০টি পদের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ভোটকেন্দ্র পুলিশ, আনসার ও আনসার ভিডিপির ২০ জন করে সদস্য রয়েছেন।

গো-নিউজ২৪/বিএস

রাজনীতি বিভাগের আরো খবর