হাড্ডাহাড্ডি লড়াই হবে আইভী-সাখাওয়াতের!


প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৬, ১২:৫৩ পিএম
হাড্ডাহাড্ডি লড়াই হবে আইভী-সাখাওয়াতের!

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকী। আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট গ্রহণ অনুষ্ঠান।

প্রথমে আইভী এগিয়ে থাকলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন হতে যাওয়ায় দু’দলের কেন্দ্রীয় নেতাদের দ্বারা জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সাখাওয়াতের ধানের শীষের পরিসংখ্যানিক দিকটি দিনের পর দিন উর্ধ্বমুখী হচ্ছে বিধায় এখন আর একতরফা ভোটের সমীকরণ চলছে না। বর্তমান পরিস্থিতি প্রত্যক্ষ করে কেউই আগাম বলতে পারছে না কার হবে জয়, আর কার হবে পরাজয়। তবে সংশ্লিষ্টরা এমন পরিস্থিতি প্রত্যক্ষ করে বলছেন নির্বাচনে আইভী-সাখাওয়াতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

 নাসিকের দ্বিতীয় পর্বের এই নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে আলোচনা এবং বিভিন্ন সমীকরণ। প্রথম নাসিক নির্বাচনে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের বর্তমান সিনিয়র সহ সভাপতি ডাঃ সেলিনা হায়াত আইভী স্বতন্ত্র থেকে নির্বাচন করে আওয়ামী লীগের সাবেক ও বর্তমান সাংসদ একেএম শামীম ওসমানকে বিপুল ভোটে পরাজিত করে দেশব্যাপী সুপরিচিতি পায়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নাসিকের দ্বিতীয় নির্বাচনে জেলা বিএনপির সভাপতি অ্যাড. তৈমূর আলম খন্দকার, সাবেক সাংসদ এড. আবুল কালাম, গিয়াস উদ্দিনদের মনোনয়ন দেয়ায় ইঙ্গিত দিলে তারা অনীহা দেখালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের হাতে শেষতক তুলে দেন ধানের শীষ।

 

গোনিউজ২৪/এমএইচএস

রাজনীতি বিভাগের আরো খবর