নির্বাচন কমিশন গঠনে খালেদার একাধিক প্রস্তাব


প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৬, ০৫:৪৩ পিএম
নির্বাচন কমিশন গঠনে খালেদার একাধিক প্রস্তাব

নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন (ইসি) গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।


শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, `এই কমিশন হতে হবে সব নিবন্ধিত রাজনৈতিক দল অথবা স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি দলের ঐকমত‌্যের ভিত্তিতে।`

বিএনপি চেয়ারপারসন বলেন, `বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশন গঠনের বিকল্প নেই।`

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাব উপস্থাপন করেন।

প্রস্তাবে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতিকে সংসদে প্রতিনিধিত্বকারী সব দলের সঙ্গে আলোচনা করে একটি পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথা বলা হয়।

কমিটিতে সাবেক প্রধান বিচারপতি, আপিল বিভাগের সাবেক বিচারপতি, অবসরপ্রাপ্ত সচিব, বিশ্ববিদ্যায়লের সাবেক অধ্যাপক ও দক্ষ যোগ্য নারীদের মধ্য থেকে বাছাই করার প্রস্তাব দেন তিনি।

এ সময় বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

গো নিউজ ২৪/ এস কে 

রাজনীতি বিভাগের আরো খবর