বিএনপি নেতাকর্মীদের হয়রানির অভিযোগ


প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৬, ০১:৩২ পিএম
বিএনপি নেতাকর্মীদের  হয়রানির অভিযোগ

আসছে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দিন বা পরদিন সরকার সমাবেশের অনুমতি দেবে বলে আশা করেছে বিএনপি। ওই সমাবেশকে সামনে রেখে ঢাকা সহ বিভিন্ন স্থানে দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তল্লাশি চালিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের দিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি বলেন, আমরা ৭ নভেম্বর বা ৮ নভেম্বরে সমাবেশের অনুমতির জন্য সংশ্লিষ্টদের কাছে আবেদন জানিয়েছি। আশা করি তারা অনুমতি দেবেন। এ ব্যাপারে সরকার শুভবুদ্ধির পরিচয় দেবে। যে দিনই অনুমতি দিক আমরা সমাবেশ করব। রিজভী অভিযোগ করেন, সমাবেশকে সামনে রেখে দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে হয়রানি করছে। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

গো-নিউজ২৪/ সিরাজী শাহরিন 

রাজনীতি বিভাগের আরো খবর