‘তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ওবায়দুল কাদেরকে’ 


রাজনীতি প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২১, ১২:৩৪ পিএম
‘তিন দিন নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে ওবায়দুল কাদেরকে’ 

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।  তবে তিনি দুই-তিনদিন নিবিড় পর্যবেক্ষণে থাকবেন। 

ওবায়দুল কাদেরে স্বাস্থ্যের সবশেষ পরিস্থিতি নিয়ে বুধবার সকালে তিনি গণমাধ্যমকে এই তথ্য জানান।

ডা. শারফুদ্দিন বলেন, গতকালের তুলনায় অনেক ভালো আছেন ওবায়দুল কাদের।  রক্তচাপ ও অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে। দুই-তিনদিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকবেন ওবায়দুল কাদের। তার এখন কোনো শ্বাসকষ্ট নেই। সেতুমন্ত্রী শঙ্কামুক্ত।  

অসুস্থবোধ করায় মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তাকে কেবিন ব্লকে রাখা হয়েছে। মন্ত্রীর চিকিৎসায় গতকালই ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।  
 

রাজনীতি বিভাগের আরো খবর