ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৪, ২০১৮, ০২:২৮ পিএম
ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮টায়

ঢাকা: যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামী ২২ আগস্ট বুধবার সারা দেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। এ উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়।

যদি আবহাওয়া প্রতিকূল হয় তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: জিলহজ মাসের প্রথম ১০ দিন যে কাজ নিষেধ 

মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী খান মোহাম্মদ বিলালসহ ডিএসসিসি'র অন্যান্য কর্মকর্তা।

এ সময় মেয়র বলেন, আগামী ১৯ আগস্ট সব প্রস্তুতি সম্পন্ন করে ২০ আগস্ট (সোমবার) জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। প্রতিবছরের মতো এবারও রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ সব ভিআইপিদের জন্য থাকছে বসার পৃথক স্থান।

গো নিউজ২৪/এমআর

এ সম্পর্কিত আরও সংবাদ


জাতীয় বিভাগের আরো খবর