চীনা ও ভারতীয় সেনাদের মারামারির ভিডিও ভাইরাল


আন্তর্জাতিক ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৬:৫৪ পিএম
চীনা ও ভারতীয় সেনাদের মারামারির ভিডিও ভাইরাল

কয়েকদিন আগে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের লাদাখ অঞ্চলে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিল চীন ও ভারতের সোনারা। শনিবার ভারত সরকারের পক্ষ থেকে এই খবর স্বীকার করা হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার স্বীকার করেছেন, দিন চারেক আগে লাদাখের প্যাংগং হ্রদ এলাকায় ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে ‘কিছু একটা হয়েছিল’। এর বেশি অবশ্য আর কিছু জানাননি তিনি।

রোববার সেই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমগুলোতে। যদিও এখন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

ভিডিওতে দেখা যায়, চীন ও ভারতের পুলিশ ও সেনাসদস্যরা একে অপরের সঙ্গে হাতাহাতি করছেন, লাথি মারছেন, পাথর ছুড়ছেন। মারপিটে জড়িয়ে পড়েছিলেন উভয়পক্ষের সেনারাই।

ভারত সরকার এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য না করলেও ঘটনাটি লাদাখের প্যাংগং হ্রদের বলে নিশ্চিত করেছেন দেশটির অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসকে তিনি বলেন, ‘এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে ওটি প্যাংগং এলাকা। আর যাদের মধ্যে হাতাহাতি হচ্ছে, তারা ভারতীয় এবং চীনা সেনা-পুলিশ সদস্য।’

গো নিউজ২৪/ আরএস

এ সম্পর্কিত আরও সংবাদ


আন্তর্জাতিক বিভাগের আরো খবর