মা হারালেন মুকিত জাকারিয়া


বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০১:০৩ এএম
মা হারালেন মুকিত জাকারিয়া

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়ার মা তাহমিনা খাতুন (৭৮) আর নেই। ২৮ জুলাই (বুধবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ থানার অন্তর্গত চৌমুহনীতে মুকিতের বড় ভাই মনিরের বাসায় মারা যান তিনি।

ঢাকা পোস্টকে মায়ের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন মুকিত জাকারিয়া। তিনি বলেন, ‘গত ৭-৮ মাস ধরে মায়ের পেনশনের টাকা জমে ছিল। মা সেটা তুলতে চৌমুহনী গিয়েছিলেন। এ সময় তিনি বড় ভাইয়ের বাসায় ছিলেন। কিন্তু হঠাৎই বেশ অসুস্থ বোধ করেন। তার কিডনিতেও সমস্যা হয়েছিল। শেষঅবধি মারাই গেলেন।’

মুকিত আরও জানান, এই মূহুর্তে আমি বাড়িতে যাচ্ছি। দাউনকান্দি ব্রিজ পার হচ্ছি। আমাগীকাল সকাল ৯টায় আমাদের বাড়ির ওঠানে মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর বাবার কবরস্থানের পাশে তাকে দাফন করা হবে।

মুকিত জাকারিয়ার জন্ম নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামে। নুরুজ্জামান মিয়া বাড়ির ছেলে মুকিতের বাবা প্রয়াত ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান। আগেই বাবাকে হারিয়েছিলেন তিনি। এবার মাকেও হারালেন। মুকিতের মায়ের মৃত্যুতে শোবিজে তার কাছের মানুষদের অনেকেই শোক জানিয়েছেন।

উল্লেখ্য, নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র, সিনেমা, ওয়েব সিরিজ সব মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতার প্রমাণ রেখেছেন মুকিত জাকারীয়া। ২০০৮ সালে শরাফ আহমেদ জীবনের ‘শাড়ি’র মাধ্যমে নাটকে অভিষেক তার। এরপর গত ১৩ বছরে ৭৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। প্রায় এক ডজন সিনেমায়ও দেখা গেছে তাকে।

বিনোদন বিভাগের আরো খবর