দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ ছবি


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুলাই ১৩, ২০২০, ০৪:০৬ পিএম
দিল্লির চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ৫ ছবি

দিল্লির ইন্দুস ভ্যালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ভিন্ন ভিন্ন দৈর্ঘ্য ও ঘরানার পাঁচটি চলচ্চিত্র। আগস্টের প্রথম দিন শুরু হতে যাওয়া উৎসবটির আয়োজক দিল্লিভিত্তিক সাউথ এশিয়ান ফোরাম ফর আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ হেরিটেজ।

ফিচার ফিল্ম হিসেবে বাংলাদেশ থেকে যাচ্ছে তৌকীর আহমেদ পরিচালিত ‘‌হালদা’ (মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা ও জাহিদ হাসান), শাকিব সনেট টিম নির্মিত ‘নোলক’ (শাকিব খান ও ববি) ও মাসুদ পথিকের ‘মায়া- দ্য লস্ট মাদার’ (মুমতাজ সরকার ও জ্যোতিকা জ্যোতি)। 

এ ছাড়া মিজানুর রহমান লাবু পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মালাভাবি’ ও অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্র ‘কাসিদা অব ঢাকা’ প্রদর্শিত হবে।

উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা বিশাল ভারদ্বাজ পরিচালিত ‘পাট্টাখা’ এবং সমাপনী হিসেবে প্রদর্শিত হবে নন্দিতা দাস পরিচালিত ও নওয়াজুদ্দিন সিদ্দিকি অভিনীত ‘মান্টো’।

উৎসবের ওয়েবসাইটের মাধ্যমে জানা যায়, ১ থেকে ৯ আগস্ট চলবে ডিসকাশন সেশন। এতে ছবিগুলোর কলাকুশলীরা অনলাইনে অংশগ্রহণ করবেন।

গো নিউজ২৪/আই

বিনোদন বিভাগের আরো খবর