বঙ্গবন্ধুর শততম জন্মদিনে গাইবেন শিল্পী শাহআলম মন্ডল


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৯, ০৫:১৬ পিএম
বঙ্গবন্ধুর শততম জন্মদিনে গাইবেন শিল্পী শাহআলম মন্ডল

প্রথম গানে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। গানের নাম “ওকি গাড়িয়াল ভাই রির্টান”। লিখেছেন তারই ছেলে যায়যায়দিনের বিনোদন সাংবাদিক আকাশ নিবির।ডালিমের সঙ্গীতায়জনে গানটির মিউজিক করেছেন রুনু। 

মূলত আব্বাস উদ্দীনে সেই বিখ্যাত গান “ওকি গাড়িয়াল ভাই” এর আদলে গানটি গেয়েছিলেন তিনি। জমিদার পরিবারে বেড়ে উঠলেও সেই শৈশব থেকে গানের সাথে জড়িয়ে বঞ্চিত হন অনেক কিছু থেকে। তবুও হাল ছাড়েননি।৬০ বছর বয়সেও রয়ে গেছেন গান পাগল। 

শুধু তাই নয়, গানের পাশাপাশি ইসলামী গজলেও বেশ আলোচিত শাহআলম মন্ডল।

গান পাগল শাহআলম স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযাদ্ধাদের নানাভাবে সহযোগীতাও করেছেন।স্বাধীনতার পর  রাজনৈতিক জীবনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সংগ্রামী কর্মী হিসেবেও তাকে দেখা যায়। এমনকি সরকারিভাবে কোন সহযোগিতা পেলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে গান গাইতে চান তিনি

এ প্রসঙ্গে শিল্পী শাহআলম মন্ডল জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন দেশ পেয়েছি। তার অসমাপ্ত কাজগুলি শেষ করার দায়িত্ব নিয়েছেন তারই সুযোগ্য কন্য দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসলে তার কাজের তুলনা হয় না। তার প্রমাণ নিজের দেশের অর্থায়ণে স্বপ্নের পদ্মা সেতু। দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তিনি। 

তাদের এই দেশপ্রেম আর তার বাবার প্রতি অঘাত শ্রদ্ধা রেখে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনে আমার কণ্ঠে এই গানটি ‘তুমি চেনা পাখি ঘুম ভেঙ্গে, আলো জ্বালিয়ে দিলে, কণ্ঠ মশালে চেতনা জ্বেলে বাংলা একেছিলে’। ভুলবেনা এ বাঙ্গালী কখনো তোমার স্বপ্ন ছড়ানো ঋণ। শুভজন্মদিন তোমার শুভজন্মদিন। ‘জাতির পিতা তোমার শুভজন্মদিন’ গাওয়ার পরিকল্পনা করছি। 

তিনি বলেন, সরকারিভাবে সহযোগিতা পেলে হয়তো এই গানটি বিশ্বব্যাপী প্রচার করা যেত। 

উল্লেখ্য, তার গাওয়া “ওকি গাড়িয়াল ভাই রির্টান” গানটি বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে প্রকাশিত হয়েছে। অন্যদিকে তার গাওয়া আরও বিভিন্ন কোম্পানী থেকে প্লে-ব্যাকসহ একাধিক গান আসার সম্ভাবনা রয়েছে।

গো নিউজ২৪/আই

বিনোদন বিভাগের আরো খবর