রানুকে নিয়ে লতার এমন মন্তব্য ‘নিম্নরুচির’!


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০১৯, ০৩:৪৭ পিএম
রানুকে নিয়ে লতার এমন মন্তব্য ‘নিম্নরুচির’!

পেটের দায়ে রেলস্টেশনে গান গেয়ে জীবিকা চালানো রানু মণ্ডলকে নিয়ে মন্তব্য করে সমালোচিত হলেন ভারতরত্ন লতা মঙ্গেশকর। ‘কাউকে অনুকরণ করে বেশিদূর এগোনো যায় না’ তার এমন মন্তব্যকে নিম্নরুচির বলেছেন জাতীয় পুরস্কার পাওয়া সিনেমা সম্পাদক অপূর্ব আসরানি।

এ ছাড়া লতার এমন মন্তব্য আশাহত করেছে ভারতীয় অনেক সঙ্গীত গুণগ্রাহীদের। সামাজিক মাধ্যমগুলোতে তারা বিষয়টি জানিয়েছেন। তারা মনে করেন, লতার কথা একদম সত্যি হলেও এটি রানুর ক্ষেত্রে আপাতত যায় না।

লতা মঙ্গেশকরের মন্তব্যের পরিপ্রেক্ষিতে ‘স্নিপ’ সিনেমার জন্য ২০০০ সালে সেরা এডিটর পুরষ্কারপ্রাপ্ত অপূর্ব আসরানি টুইটারে লেখেন- ‘লতাজি তার মন্তব্যের মধ্য দিয়ে নিম্নরুচির পরিচয় দিয়েছেন।’

নেটিজেনরা বলছেন, রানু মণ্ডলের মতো একজন অতি সাধারণ ভিক্ষাজীবী, যিনি সবে মাত্র একটু প্রচারের আলো দেখছেন, একজন গুনী সঙ্গীত শিল্পী হিসেবে লতাজির মন্তব্য এ ক্ষেত্রে খাটে না।

কেউ কেউ বলছেন, রানুর বিষয়ে একটু উদার হতে পারতেন লতা। 

ফেসবুকে একজন লিখেছেন, ‘একজন দরিদ্র মহিলা, যিনি পেট চালানোর জন্য রেল স্টেশনে বলে গান করতেন, সম্প্রতি তিনি নজরে এসেছেন, লতা মঙ্গেশকরের মতো একজন কিংবদন্তী আরও একটু উদার মনোভাব দেখাতেই পারতেন। ওনার তো উচিত রানুকে সাহায্য করা।’

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর