কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন সোনম


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: আগস্ট ২০, ২০১৯, ০৩:২০ পিএম
কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন সোনম

৩৭০ ধারা বিলুপ্ত হয়েছে ৷ কিন্তু তা নিয়ে দেশে-বিদেশে আলোচনা-সমালোচনা-তর্ক এখনও চলছেই ৷ জাতীয়-আন্তর্জাতিক স্তরেও এর ভাল আর খারাপ দিক নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না ৷ কেউ সমর্থন করেছেন ৷ কেউ বলেছেন এর ভবিষ্যত আরও ভয়ঙ্কর হতে চলেছে ৷

কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ইস্যুতে এরই মাঝে মুখ খুললেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তিনি বলেন, আমি শুধু চাই একটা শান্তিপূর্ণ, সমঝোতামূলক সমাপ্তি। আমার অনেক বলিউডের বন্ধু এই বিষয় নিয়ে কথা বলেছেন। সরকারের পক্ষ নিয়ে কথা বলেছেন। কিন্তু আমি আসলেই জানি না এটা কী হচ্ছে। যখন আমি সঠিক তথ্য পাবো, তখনই আমার অভিমত জানাতে পারবো।

নিজের নামকরণের অভিজ্ঞতার সাথে কাশ্মীরের যোগসূত্র আছে জানিয়ে সোনম আরও বলেন, আমার বাবা-মা কাশ্মীরে গিয়েছিল। সেখানে 'রাম-লক্ষ্মণ' সিনেমার শুটিং চলছিল। ওই সময়ে আমার বাবার মাথায় আমার নামটা আসে, বাবা তখনই নামকরণের সিদ্ধান্ত নেন। আমি আমার হৃদয় থেকে চাই কাশ্মীরে শান্তি ফিরে আসুক, সেটা কীভাবে সম্ভব আমি জানি না। তবে আমি চাই, মনেপ্রাণে চাই।

গত ৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। সহিংসতা এড়াতে কাশ্মীরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। 

গো নিউজ২৪/জাবু
 

বিনোদন বিভাগের আরো খবর