নিজের প্রথম ছবি নিয়ে আসছেন এ আর রহমান


বিনোদন ডেস্ক: প্রকাশিত: মে ১৬, ২০১৯, ১১:৩৬ এএম
নিজের প্রথম ছবি নিয়ে আসছেন এ আর রহমান

ফ্রান্সের সাগরতীরে বসলো কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের চলচ্চিত্র জগতের অন্যতম বড় মঞ্চ কান চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই ফ্রান্স উড়ে গিয়েছেন এ আর রহমান।

কারণ, তার ছবি প্রদর্শিত হচ্ছে এই আন্তর্জাতিক উৎসবে। ছবির নাম ‘লে মাস্ক’। পরিচালক হিসেবে এই ছবি দিয়েই অভিষেক হল এই সংগীত মহারথীর।

মঙ্গলবার কানের মঞ্চ থেকে তার প্রথম ছবি তৈরির অভিজ্ঞতা শেয়ার করলেন তিনি।

‘লে মাস্ক’ ছবিটিকে ‘সেন্ট অফ আ সং’ নামে আখ্যা দিয়েছেন এ আর রহমান।

এই প্রসঙ্গে তিনি জানান, সংগীতের অভিজ্ঞতা নিয়েই তৈরি হয়েছে এই ছবি। ‘লে মাস্ক’ আসলে একটি ভার্চুয়াল রিয়ালিটির ছবি। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নোরা আরনেজেডার, গাই বারনেট, মুনিরি গ্রেস এবং মারিয়াম জোহরাবিয়া। পুরো ছবিটা শুট করা হয়েছে রোমে।

‘লে মাস্ক’ প্রসঙ্গে এ আর রহমান বলেন, ‘এই ছবির বিষয়বস্তু এমনই যে চিরাচরিত ফরম্যাটে ছবিটা ঠিক বানাতে চাইনি আমি। ছবির ভাবনাটা আমার মাথায় হঠাৎ-ই আসে। একদিন আমার স্ত্রীর সঙ্গে এমনিই কথা বলছিলাম। ও খুব সুগন্ধি ভালবাসে। ও-ই আমাকে বলে ‘গন্ধ’ বিষয়টি নিয়ে কোনও ছবি করতে। সেখান থেকেই এই ছবির ভাবনা তৈরি হয়।’

রহমান আপাতত ব্যস্ত তার পরের ছবি ‘নাইন্টি নাইন সংস’ নিয়ে। ছবিটি রোম্যান্টিক মিউজিক্যাল ঘরানার ছবি। তার এই দ্বিতীয় ছবি দিয়েই তিনি প্রযোজক এবং লেখক হিসেবে ডেবিউ করলেন।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর