অভিনয়কে আনুশকার ‘না’!


বিনোদন ডেস্ক: প্রকাশিত: মে ১৬, ২০১৯, ১১:০৭ এএম
অভিনয়কে আনুশকার ‘না’!

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। সবশেষ তাকে পর্দায় দেখা যায় ২০১৮ সালে। শাহরুখ খান অভিনীত ‘‌জিরো’ ছবিতে অভিনয় করেছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। 

কিন্তু তারপর থেকে হঠাৎ করেই যেন অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এমনকি নতুন কোনও ছবির শ্যুটিং করছেন কী না, তাও জানা যায়নি। কিন্তু কেন?‌ 

এই প্রশ্নের জবাব নিজেই দিলেন আনুশকা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আনুশকা স্পষ্ট জানিয়ে দেন, সত্যিই আপাতত কোনো সিনেমায় কাজ করছেন না। তিনি বলেন, ‘‌আমি মনে করি, একজন অভিনেতা হিসেবে নিজের ক্যারিয়ারে এমন একটি জায়গায় পৌঁছে গিয়েছি, যেখানে কেবল হাতে সময় আছে বলে আমাকে নতুন ছবিতে কাজ করতে হবে এমন কোনো কথা নেই।’ 

তিনি আরও বলেন, ‘‌গত তিন বছরে আমি প্রচুর কাজ করেছি। এমন এমন চরিত্রে অভিনয় করেছি, যেগুলো মোটেই সহজ ছিল না। এক ক্যালেন্ডার বর্ষে পরী, সুই ধাগা এবং জিরোর মতো ছবি করেছি। যা মোটেই সহজ নয়। কারণ প্রত্যেকটি চরিত্রই আলাদা ছিল। তখন মনে হবেই এবার চুপ করে বসি, এবং সঠিক কাজটি নির্বাচন করি।’ 

এর পাশাপাশি ওই সাক্ষাৎকারে তিনি এটাও জানান, অভিনয়ের পাশাপাশি প্রযোজকের কাজ করাটাও খুব কঠিন। তবু তিনি সেটা ভালভাবে করার প্রয়াস করছেন।‌‌

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর