শেষপ্রান্তে ‘পাসওয়ার্ড’


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৯, ১২:২৯ পিএম
শেষপ্রান্তে ‘পাসওয়ার্ড’

আসছে ঈদে মুক্তির লক্ষ্যেই নির্মিত হচ্ছে মালেক আফসারীর ‘পাসওয়ার্ড’ ছবিটি। এতে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী জুটি। আরও আছে চিত্রনায়ক ইমন। শুক্রবার ছবিটির কাহিনী অংশের শুটিং শেষ হয়েছে বলে জানালেন নির্মাতা। এখন বাকি আছে শুধু ছবির দুইটি গানের শুটিং।

মালেক আফসারী  বলেন, ‘একমাস ১৮ দিন ননস্টপ কাজ করে হাসি মুখে শুক্রবার হলো ‘পাসওয়ার্ড’ ছবির শুটিং। এখন শুধু দুইটা গানের শুটিং বাকি আছে। রাঙ্গামাটিতে ২৮ এপ্রিল থেকে শুরু হবে গানের শুটিং। দুটি গানের মধ্যে একটি গানের কিছু অংশের শুটিং হবে রাঙা মাটিতে। বাকি অংশের শুটিং হবে দেশের বাইরে।’

শনিবার দুপুরে মালেক আফসারী তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শুটিং শেষ হওয়ার বিষয়টি জানান।

মালেক আফসারী জানান, গান নিয়ে বাংলাদেশ ভারত মিলে একটি টিম কাজ করেছে। লোকেশন কেমন লাগবে? গানের ডিজাইন কি ধরনের যাবে? সব কাজ শেষ। এখন শুধু বাস্তবে রুপ দেওয়া বাকি। বিদেশ এবং দেশে গানের শুটিং হবে। ছবির এডিটিং ও ডাবিং ৮০% শেষ।

‘পাসওয়ার্ড’ ছবিটি প্রযোজনা করছেন এসকে ফিল্মস (শাকিব খান ফিল্মস)। ছবিটি শাকিব খানের দ্বিতীয় প্রযোজিত চলচ্চিত্র। এরআগে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটি প্রযোজিত হয়েছিলো এসকে ফিল্মস থেকে। ছবির সহ-প্রযোজক হিসেবে আছেন এমডি ইকবাল।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর