মহৎ উদ্যোগের কারণে শিল্পীরা একত্রিত হচ্ছি: সাবিনা


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: এপ্রিল ১৮, ২০১৯, ০১:১৬ পিএম
মহৎ উদ্যোগের কারণে শিল্পীরা একত্রিত হচ্ছি: সাবিনা

বিগত কয়েক বছরে আমরা সঙ্গীতের বেশ কজন শিল্পীকে হারিয়েছি, যেটা আসলে অপূরণীয় ক্ষতি। বিশেষ করে বুলবুলের চলে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। ও একেবারে অসময়ে, অকালেই আমাদের ছেড়ে চলে গেলো। এছাড়া আইয়ুব বাচ্চুও অসময়েই চলে গেলো। তার আগে আমরা শাম্মী আক্তার ও আব্দুল জব্বার আক্কেলকে হারিয়েছি। কথাগুলো বলছিলেন গুণী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমীন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বাদ আসর প্রয়াত ও অসুস্থ সঙ্গীতশিল্পীদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আয়োজনটি হতে যাচ্ছে শিল্পকলা একাডেমির কনফারেন্স হলে। এ প্রসঙ্গেই এসব কথা বলেন সাবিনা ইয়াসমিন।

তিনি আরো বলেন, বর্তমানে সঙ্গীতের অনেক গুণী মানুষেরা অসুস্থ রয়েছেন (সঙ্গীতজ্ঞ আজাদ রহমান সাহেব, আলম খান, সুবীর নন্দী, আলাউদ্দীন আলী, খুরশীদ আলম প্রমুখ ছাড়াও আরও অনেকে)। অসুস্থদের সুস্থতা এবং প্রয়াত শিল্পীদের আত্মার মাগফেরাতের জন্য দোয়া-প্রার্থা করবো। ভালো কথা হচ্ছে, এমন একটা মহৎ উদ্যোগের মাধ্যমে শিল্পীরা একত্রিত হচ্ছি।
 
প্রয়াত ও অসুস্থ শিল্পীদের জন্য দোয়া মাহফিলের উদ্যোক্তা কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নী। তার উদ্যোগে এ আয়োজনের নির্দিষ্ঠ দিনক্ষণ চূড়ান্ত করেন গুণী সঙ্গীতশিল্পী তপন চৌধুরী, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, মোহাম্মদ রফিকুল আলম, ফুয়াদ নাসের বাবু প্রমুখ।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর