এই সমস্যার সমাধান হওয়া দরকার: সাইমন


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: এপ্রিল ১৫, ২০১৯, ০৩:২০ পিএম
এই সমস্যার সমাধান হওয়া দরকার: সাইমন

এরইমধ্যে বেশকিছু ছবি দর্শকদের উপহার দিয়ে নজর কেড়েছেন সাইমন সাদিক। ববি, মাহি, পরীমনিসহ কয়েকজন নায়িকার বিপরীতে নায়ক হিসেবে কাজ করেছেন এ অভিনেতা।  

কোনো ছবিতে সফলতা পেয়েছেন, কোনোটায় বা খুব একটা পান নি। তবে হার মানেননি। এখনো বেশকিছু ভালো গল্পের ছবিতে কাজ করছেন বলে জানালেন। সবশেষ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ ও শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ নামে তার অভিনীত দুটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

এদিকে চলচ্চিত্রের সংকটময় এই সময়ে আধুনিক সিনেপ্লেক্স ধরনের সিনেমা হল খুবই প্রয়োজন বলে মনে করেন এ অভিনেতা। তিনি বলেন, প্রতিটি জেলা শহরে ভালো পরিবেশের সিনেমা হলের বড়ই অভাব। এই সমস্যার সমাধান হওয়া দরকার।

আজকের আলাপনে সবশেষে সাইমন সাদিক বলেন, আমাদের চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনটাও বেশ জরুরি। এই সমিতির নেতৃত্বের অভাব বোধ করছি।

প্রযোজক পরিবেশকদের সংগঠন নেই এখন। আর সঠিক নেতৃত্বের অভাবেই চলচ্চিত্রে সমস্যা বেশি হচ্ছে। বর্তমানে বিভিন্ন অস্থিরতা কমাতে গেলে প্রযোজক পরিবেশক সমিতির নেতৃত্ব অবশ্যই প্রয়োজন।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর