‘স্বজন হারানোর আর্তনাদে ভারী চকবাজার’


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০২:৫১ পিএম
‘স্বজন হারানোর আর্তনাদে ভারী চকবাজার’

ঢাকা: পুরান ঢাকার চকবাজারের ভবনে ভয়াল আগুনে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। উদ্ধারকারী কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ৭০ জনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করা হয়েছে।

তবে এ সংখ্যা আরো বেশি বলে আভাস পাওয়া গেছে। মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছেন আরও অনেকে। সময় গড়ানোর সাথে সাথে স্বজনদের কান্নার পাল্লা যেন ভারী হচ্ছে। এমন মর্মান্তিক ঘটনায় শোকে কাতর পুরো দেশ। সেই সাথে দুঃখ প্রকাশ করছেন তারকারাও।

পুরান ঢাকার অগ্নিকাণ্ডের এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও জাতীয় সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা।

বৃহস্পতিবার সুবর্ণা মুস্তাফা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লিখেন, ‘এক রাতের ভেতর ঢাকা শোকের শহর। নিমতলী ট্রাজেডির পর এবার চকবাজার..। ভারী হয়ে গেছে পুরান ঢাকার বাতাস স্বজন হারানোর আর্তনাদে। পুরনো ঢাকার পুনর্বাসন না হলে, রাসায়নিক কারখানা উচ্ছেদ না করলে এমন আরেকটি ঘটনা কেবল সময়ের ব্যাপার।’

প্রসঙ্গত, রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনের একটি ভবনে বুধবার রাত ১০টা ১০ মিনিটে আগুন লাগে। রাত সাড়ে ৩টার দিকে আগুনের ভয়াবহতা কিছুটা কমলেও আবারও বেড়ে যায়। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট একযোগে কাজ করে বুধবার দিবাগত রাত সোয়া ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। উদ্ধার অভিযান চলে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ ঘটনায় অন্তত ৭০ জন নিহত হন। আহত হয়েছেন ৪১ জন।

গো নিউজ২৪/এমআর

বিনোদন বিভাগের আরো খবর