ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার হারাচ্ছেন সালমান মুক্তাদির


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০১৯, ০১:১৬ পিএম
ঝড়ের গতিতে সাবস্ক্রাইবার হারাচ্ছেন সালমান মুক্তাদির

এই মুহূর্তে দেশের সবেচেয়ে আলোচিত ইউটিউবার সালমান মুক্তাদির। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য শুরু থেকেই সমালোচিত হলেও এবার সেটা বড় আকার ধারণ করেছে। ফানি ভিডিও এবং নাটকে হাস্যরসাত্মক চরিত্রে অভিনয় করে এরই মধ্যে তারকা খ্যাতি পাওয়ার পাশাপাশি কমেডি অভিনেতা হিসেবেও আখ্যা পেয়েছিলেন।

কিন্তু সম্প্রতি দীর্ঘদিনের প্রেমিকা সাবেক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া ইসলামের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও এমনকি বিচ্ছেদের ঘটনায় তোলপাড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। এরপরও থেমে থাকেননি সালমান। নতুন করে বিদেশি এক মডেল এনে অশ্লীল মিউজিক ভিডিও বানিয়ে সমালোচনাকে আরো উস্কে দিয়েছেন।

সেই সুবাধে প্রতি সেকেন্ডে তার ইউটিউব চ্যানেল ‘সালমান দ্যা ব্রাউনফিস’-এর সাবস্ক্রাইবার সংখ্যা ঝড়ো গতিতে কমে যাচ্ছে। অনেকে চেয়েছিলেন সালমানের এই বেহায়াপনা রোধ করতে এটাই একমাত্র পন্থা। এতে বাড়তি মাত্রা যোগ করেন বাংলাদেশের আরেক ইউটিউবার তাহসিন এন রাকিব (তাহসিনেশন)।

গত ৭ ফেব্রুয়ারি তাহসিনেশন তার ফেসবুক পাতায় একটি পোস্ট করেন। জানান, ৫ লক্ষ মন্তব্য পড়লে এটি নিয়ে রোস্টিং ভিডিও তৈরি করবেন তিনি। কিন্তু মাত্র ৮ ঘণ্টায় ৫ লক্ষের বেশি মন্তব্য পড়ে তার পোস্টে। তাই শুক্রবার রাতে তাহসিনেশন ইউটিউব চ্যানেলে একটি রোস্টিং ভিডিও আপলোড করেন।

রোস্টিং ভিডিওতে তাহসিন এন রাকিব ভিউয়ারদেরকে ‘সালমান দ্যা ব্রাউনফিস চ্যানেলে আনসাবস্ক্রাইব' করার কথা বলেন। এমন ভিডিও পোষ্ট করার পর থেকেই সালমান মুক্তাদিরের চ্যানেলে আনসাবক্রাইব করার ধুম পড়ে যায়।

জানা যায়, ঐ ভিডিও আপলোড করার পর রাতেই সালমান মুক্তাদিরের চ্যানেলকে ৪৭ হাজার ১২ জন আনসাবস্ক্রাইব করেছেন। এখন পর্যন্ত চ্যানেলটিতে আনসাবস্ক্রাইব করার ঝড় চলছে। সর্বশেষ পর্যালোচনা অনুযায়ী দেখা গেছে, সবমিলিয়ে প্রায় এক লাখ সাবস্ক্রাইবার হারিয়েছেন সালমান।

অন্যদিকে এনিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক শোরগোল। অনেকে সালমানের চ্যানেলে আনসাবস্ক্রাইব করে তাকে বয়কটের আহ্বান জানিয়েছেন।

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর