ক্ষমা চাইলেন করণ জোহর


বিনোদন ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০১৯, ১২:১৯ পিএম
ক্ষমা চাইলেন করণ জোহর

বলিউডের জনপ্রিয় নির্মাতা করন জোহরের ‘কফি উইথ করন’ অনুষ্ঠানটি বরাবরই তারকাদের খোলামেলা স্বীকারোক্তির জন্য সমালোচিত। এবার সেই বিপদে পড়েন ভারতীয় ক্রিকেট দলের দুই সেনসেশন হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল। এই অনুষ্ঠানে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তোপের মুখে পড়েন এই দুই ক্রিকেটার। 

এ ঘটনায় দুজনকেই অনির্দিষ্টকালের জন্য দল থেকে নিষিদ্ধ করা হয়েছে। অবশ্য এর আগেই সামাজিক যোগোযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠায় ক্ষমা চেয়েছেন পান্ডিয়া। অনুষ্ঠানে একাধিকবার নারীদের নিয়ে মন্তব্য করেন এই দুই তরুণ ক্রিকেটার। গেলো সপ্তাহে অনুষ্ঠানটি সম্প্রচার হওয়ার পর পরই সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে।

এদিকে এ ঘটনার জন্ম দেওয়া শোয়ের উপস্থাপক করণ জোহর এতদিন মুখে কুলুপ এঁটে ছিলেন। অবশেষে মুখ খুললেন তিনি। ওই অঘটনের পুরো দায় নিজের ঘাড়ে নিয়ে করণ বলেছেন, 'এই ঘটনার জন্য আমার নিজেকে দায়ী বলে মনে হচ্ছে। আমার শোতে ঘটনাটা ঘটেছে। আমি ক্ষমা চাইছি।'

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে করণ আরো বলেন, 'আমার নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। কারণ আমার শো। আমার প্ল্যাটফর্ম। আমি তাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছিলাম। সেখানে ভুল-ত্রুটি যাই হোক, তার দায়ও আমার। রাতের পর রাত ঘুমোতে পারিনি, শুধু এটা ভেবে যে, ওদের এই অপরিসীম ক্ষতি আমি পূরণ করব কী করে? কিন্তু এখন আমার কথা কে শুনবে? জল বহু দূর গড়িয়েছে। এখন সব কিছুই আয়ত্তের বাইরে।'

যৌনতা বিষয়ক যেসব প্রশ্ন হার্দিক-রাহুলকে করেছেন, সেসব প্রশ্ন যে নারীদেরকেও করেন, সে কথা মনে করিয়ে দিয়ে ৪৬ বছর বয়সী করণ জোহর বলেন, 'একই প্রশ্ন আমি দীপিকা পাড়ুকোন এবং আলিয়া ভাটকেও করেছিলাম। কিন্তু তাদের জবাবে তো আর আমার কোনো নিয়ন্ত্রণ থাকে না।'

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর