ঢাকা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনের আয়োজন


বিনোদন ডেস্ক: প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৯, ০৮:৩৮ এএম
ঢাকা চলচ্চিত্র উৎসবের তৃতীয় দিনের আয়োজন

পর্দা উঠল ১৭তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। তুরস্ক-জর্ডানের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘দ্য গেস্ট’ দিয়ে গেল বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের শুরু।  

নয় দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হয় বেশকিছু চলচ্চিত্র। উৎসবের তৃতীয় দিনেও দর্শক বেশকিছু চলচ্চিত্র বিভিন্ন ভেন্যুতে দেখতে পাবেন। এরমধ্যে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সকাল ১০টা ৩০ মিনিটে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘বোতল ভূত’ দর্শকরা উপভোগ করতে পারবেন। 

একই সময়ে আর্জেন্টিনার ‘অল মাই জয়’ দর্শকরা দেখতে পাবেন। এরপর এই ভেন্যুতে ‘অ্যাপেনডিক্স’, ‘রাইজিং সাইলেন্স’, ‘পাওয়ার কি’, ‘আইসোলেশন’, পাবলিক লাইব্রেরিতে কাজখস্তানের চলচ্চিত্র ‘লিটল প্রিন্স অফ আওয়ার সিটি’, কোরিয়ার ‘লিটল ফরেস্ট’, মঙ্গোলিয়ার ‘লাইফ’, বাংলাদেশের ‘নামতা’, ‘টু বি কন্টিনিউড’সহ আরো কিছু ভেন্যুতে নানা ধরনের চলচ্চিত্র দর্শকরা দেখতে পাবেন। 

নয় দিনব্যাপী এ উৎসব জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন ও বেগম সুফিয়া কামাল মিলনায়তন, গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ও যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। 

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর