তৈমুরকে নিয়ে চলচ্চিত্র!


বিনোদন ডেস্ক: প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৮, ০১:০৫ পিএম
তৈমুরকে নিয়ে চলচ্চিত্র!

বলিউডে চলছে বায়োপিকের হিড়িক। গেল কয়েক বছর ধরে ভারতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের তুলে আনা হচ্ছে সিনেমায়। অভিনেতা, অভিনেত্রী, খেলোয়াড়, শিক্ষক, বৈমানিক, রাজনীতিক এমনকি ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদানও চলচ্চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে। এবার এই তালিকায় যোগ হচ্ছেন বিশেষ একজন। 

তিনি হলেন, বলিউড দুনিয়ার ছোট নবাব তৈমুর আলী খান। সাইফ আলী খান ও কারিনা কাপুরের এই ভাইরাল পুত্রকে নিয়ে সিনেমা বানাতে চান প্রথিতযশা পরিচালক মধুর ভান্ডারকার।

প্রশ্ন জাগতে পারে, মাত্র দুই বছরের একটি শিশু, যে এখনো পরিপক্ক মানুষ নন, সমাজে তেমন কোনো অবদান নেই, এমনকি ঘটনাবহুল জীবনও নয়। তবুও কেন তার বায়োপিক বানাতে আগ্রহী এই পরিচালক? 

এই সুযোগটি করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তৈমুরকে নিয়ে গণমাধ্যমের আগ্রহ এতোটাই চরমে উঠেছে যে, প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে খবরের শিরোনাম হচ্ছেন তিনি। ছায়ার মতো তার পেছনে লেগে থাকেন আলোকচিত্রীরা। সেসব ছবি আবার চড়া দামে বিক্রি হচ্ছে। 

শুধু তা-ই নয়, ব্যবসায়ের একটি অংশও হয়ে গেছেন এই নবাব পুত্র। কিছুদিন আগে তাকে পুতুল বানিয়ে বিকিকিনির খবরও শোনা গেছে।

চারপাশে তৈমুরকে নিয়ে এমন হইচই বিস্মিত করেছে ‘হিরোইন’ ‘চাঁদনী বার’ খ্যাত পরিচালক মধুর ভান্ডারকারকে। ইতিমধ্যে তাকে নিয়ে ছবি নির্মাণের জন্য অনুমতিসহ নিবন্ধনও করে ফেলেছেন এই পরিচালক। সম্প্রতি ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে এসে এসব খবর জানান সাইফ আলী খান ও তার কন্যা সারা আলী খান।

ছবির নামও নাকি হবে ‘তৈমুর’। মাত্র দুই বছর বয়সে ইন্টারনেট সেনসেশন হয়ে যাওয়া এবং গণমাধ্যমের দৃষ্টি কেড়ে নেওয়া- এসব কিছুই নাকি উঠে আসবে ছবির গল্পে। 

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর