সমাজে এমন লোকের দেখা খুব কমই মিলে


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০১৮, ০৩:২০ পিএম
সমাজে এমন লোকের দেখা খুব কমই মিলে

চলচ্চিত্রে একের পর এক নায়কের ভূমিকায় অভিনয় করতে করতে, এবার বাস্তবেই সেই নায়কের মতো অবতীর্ণ হলেন জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। রাজধানীর মহাখালী ফ্লাইওভারের মাঝখানে আহত, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা এক নারী ব্যথায় কাতর হয়ে ছটফট করছেন। 

ফ্লাইওভারের উপর দিয়ে শত শত গাড়ী যাচ্ছে কিন্তু কারোরই যেনো তাকানোর সময় নাই! এর মধ্য কিছু মোটরসাইকেল আরোহী এগিয়ে এসে ধরাধরি করে রাস্তার পাশে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে নেয়ার জন্য কোনো গাড়ি কিংবা সিএনজি থামেনি। এমন সময় পাশ দিয়ে গাড়ি করে যাচ্ছিলেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। পরিচয়হীন নারীকে দেরি না করে সাথে সাথে বাপ্পি চৌধুরী তার গাড়িতে করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। 

হাসপাতালে যতক্ষণ পর্যন্ত জরুরী চিকিৎসা সেবা দিয়ে বেডে নেয়া হচ্ছিলো না, ততক্ষণ পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন। 

বাপ্পি চৌধুরী বলেন, ‘সবার আগে মানুষ। আমি যদি কারো দুঃসময়ে এগিয়ে আসি, তাহলে আমার দুঃসময়েও কেউ এগিয়ে আসবে। মানুষের বিপদের সময় মানুষ এখন আর সাড়া দিতে চায় না। ভয় পায়, এই ভয়কে সবার দূর করা উচিত। সবাইকে এগিয়ে আসতে হবে।’ 

চিকিৎসাধীন নারীটির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি বলেও জানান এই সত্যিকারে নায়ক।

গো নিউজ২৪/জাবু/আরআর

বিনোদন বিভাগের আরো খবর