আইয়ুব বাচ্চু’র স্মরণে কলকাতায় গাইবেন দুই বাংলার শিল্পীরা


বিনোদন ডেস্ক: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৮, ০৪:২৭ পিএম
আইয়ুব বাচ্চু’র স্মরণে কলকাতায় গাইবেন দুই বাংলার শিল্পীরা

কিংবদন্তী রক তারকা আইয়ুব বাচ্চু নেই, কিন্তু পৃথিবীতে রেখে গেছেন তার অসংখ্য গুণমুগ্ধ শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। কিছুতেই যেন তাকে হারানোর শোক ভুলতে পারছেন না তার ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্তরা। বিশ্বের নানা প্রান্তে তার স্মরণে আয়োজিত হচ্ছে কনসার্ট। সেই ধারায় এবার যোগ হচ্ছে পশ্চিমবঙ্গের শহর কলকাতা।

আগামী ২৪ নভেম্বর আইয়ুব বাচ্চু স্মরণে কলকাতা শহরের পাটুলী মাঠ এলাকায় অনুষ্ঠিত হবে কনসার্ট। সেখানে কলকাতার শিল্পীদের পাশপাশি গাইবেন বাংলাদেশের শিল্পীরা। ‘দুই বাংলার রকবাজি’ শিরোনামের এই কনসার্টের আয়োজক ‘ক্যাফে কবিরা’।

কনসার্টে কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘মহিনের ঘোড়াগুলি’, ‘ভূমি’, ‘ক্যাকটাস’, ‘চন্দ্রবিন্দু’, ‘লক্ষ্মীছাড়া’ ও ‘শহর’-এর পরিবেশনায় থাকবে আইয়ুব বাচ্চুর জনপ্রিয় গান। 

তাদের সঙ্গে বাংলাদেশ থেকে থাকছেন ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডের প্রধান গায়ক মাকসুদুল হক। ‘আর্টসেল-এর জর্জ লিঙ্কন ডি কস্তা, ‘বাংলা ফাইভ’- এর সিনা হাসান ও পপ তারকা মেহরিন।

উল্লেখ্য,  গত ১৮ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান আইয়ুব বাচ্চু তথা ‘এবি’।

গো নিউজ২৪/জাবু

বিনোদন বিভাগের আরো খবর