অদ্ভুত একটা অনুভূতি: জয়া


বিনোদন প্রতিবেদক: প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৮, ১২:৩৫ পিএম
অদ্ভুত একটা অনুভূতি: জয়া

দেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবী’। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে এই প্রথম তার জনপ্রিয় চরিত্র মিসির আলী উপস্থিত হলো বড়পর্দায়। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। ‘দেবী’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই। অন্যদিকে, গুরুত্বপূর্ণ কিছু চরিত্রে হাজির হয়েছেন নির্মাতা অনিমেষ আইচ, শবনম ফারিয়া ও ইরেশ যাকের।

মুক্তির পর থেকে হলে হলে ঘুরছেন জয়া-অনম ও তাদের টিম। দর্শকের সঙ্গে মতবিনিময় করছেন, জানছেন প্রতিক্রিয়া। শনিবারই ঘুরে এলেন ময়মনসিংহ ছায়াবানী থেকে।

জয়ার মতে, সারাদেশেই দর্শকের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ তাকে অনুপ্রাণিত করছে প্রযোজক হিসেবে। তিনি বলেন, “দর্শকের কাছে যখন ছবিটা পৌঁছালো, এটা অদ্ভুত একটা অনুভূতি। প্রথমবার যখন দর্শক হল থেকে বেরিয়ে এলো, তখন আমি দেখতে পাচ্ছিলাম ওরা ঘোরের মধ্যে আছে, কথা বলতে পারছে না, কেউ বলছে-পয়সা উসুল এবং এটা আমরা চাই- দর্শকের প্রতিটা কথা মূল্যবান। দর্শক সবচেয়ে বড় বিচারক। আমার কাছে মনে হয়- আমরা যতো যাই বলি, ছবি এই হয়েছে, সেই হয়েছে, দর্শক যে তৃপ্তির ঢেকুর তুলছে সেটা অনবদ্য, এটা ভাষায় বলা যাবে না। কোনো প্রযোজক হিসেবে না, এ ছবিটার একটি অংশ হিসেবে বলছি, সে যদি আমি অভিনেতাও হতাম, তাও আমি সেটা বলতাম-পরম পাওয়া এটা আসলে।”

নির্মাতা অনম বিশ্বাস বলেন, “দর্শকদের এত রেসপন্স পাবো এটা আগের দিন পর্যন্ত তো আমরা জানতাম না। ডেফিনিটলি সেটা নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা আনন্দ আছেই। এটা কন্টিনিউ করুক সেটা আমরা চাই।”

গোনিউজ২৪/এআরএম

বিনোদন বিভাগের আরো খবর